fbpx
হোম প্রবাস রাজতান্ত্রিক আমিরাতে কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল উদ্দীপনা
রাজতান্ত্রিক আমিরাতে কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল উদ্দীপনা

রাজতান্ত্রিক আমিরাতে কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল উদ্দীপনা

0

রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্রের দেশ সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (এফএনসি) নির্বাচন-২০১৯, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় কাউন্সিলর মোট ৪০ আসনের মধ্যে ২০ জনকে সরকার নিয়োগ দিয়ে থাকে, বাকি ২০ আসনের জন্য ২০১১ সাল থেকে প্রতি চার বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয় আসছে।

এবারের কাউন্সিল নির্বাচনে ৭ প্রদেশ থেকে মনোনয়ন দাখিল করেছেন মোট ৪৯৫ জন প্রার্থী। তার মধ্যে নারী প্রার্থীদের সংখ্যা প্রায় ৩৭ শতাংশ। দেশটির রাজধানী আবুধাবি থেকে ১৩৩ জন, বাণিজ্য নগরী দুবাই থেকে ৮৮ জন, শারজাহ থেকে ১১৪ জন, রাস-আল- খাইমাহ থেকে ৬১ জন,আজমান থেকে ২৬ জন, উম্ম আল ক্বাইওয়াইন থেকে ২০ জন এবং ফুজাইরাহ থেকে ৫৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

জাতীয় নির্বাচন কমিটি (এনইসি) এর নিয়ম অনুযায়ী ৮ ই সেপ্টেম্বর থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচারণা চালু করেছেন। প্রার্থী প্রত্যাহারের সময়সীমা ১৫ সেপ্টেম্বর । বিশেষ করে স্থানীয়দের নির্দিষ্ট এলাকায় প্রার্থীদের ছবি ও প্রতীকি নম্বর সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুনের বেশ সমারোহ।

এছাড়া পত্রিকায় লিফলেট দিয়েও প্রচারণা চালাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৪ লাখ স্থানীয় ভোটার তাদের ভোট প্রয়োগ করবে। ২০১৫ সালের নির্বাচনে ৫০ শতাংশ ভোটার ভোট প্রয়োগ করেছিল। জাতীয় নির্বাচন কমিটি আশা করছে এবারের নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোটাধিকার প্রয়োগ হবে।

উল্লেখ্য, উক্ত ফেডারেল ন্যাশনাল কাউন্সিল সদস্যরা দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহের বেলায় যথেষ্ট ভুমিকা রাখেন। বিশেষ করে আইন বিষয়ক সকল কাজে কাউন্সিলদের ভূমিকা রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *