fbpx
হোম জাতীয় রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না: প্রাণিসম্পদমন্ত্রী
রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না: প্রাণিসম্পদমন্ত্রী

রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না: প্রাণিসম্পদমন্ত্রী

0

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না। এ সময় সরকার মাছ মাংসের দাম নির্ধারণ করে দেবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করবো। সেক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেবো। আশা করি— রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম কোনভাবেই বাড়বে না।

মাছ মাংসের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সব কিছুর দাম বেড়েছে। পোল্ট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।

মন্ত্রী আরো বলেন, মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *