fbpx
হোম আন্তর্জাতিক যে দেশে গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি
যে দেশে গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি

যে দেশে গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি

0

নাগরিকদের সব ধরনের গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ ফ্রি করে দিলো ইউরোপের দেশ লুক্সেমবার্গ। এর আগে আর কোনো দেশ তার নাগরিকদের জন্য গণপরিবহনে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করেনি।

২৯ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এতে বলা হয়েছে, যানজট নিরসনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

লুক্সেমবার্গের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গোটা দেশের গণপরিবহনে নাগরিকরা পুরোপুরি ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এতে প্রতিবছর নাগরিকদের বেঁচে যাবে ১১০ ডলারের মতো। তবে এই ঘোষণার বাইরে থাকবে ট্রেনের প্রথম শ্রেণী ও নৈশকালীন কিছু বাস।

লুক্সেমবার্গের আয়তন মাত্র ২ হাজার ৫৮৭ বর্গকিলোমিটার। আকারে এটি বাংলাদেশের যশোর জেলার সমান (২ হাজার ৬০৭ বর্গকিলোমিটার)। এখানকার ছয় লক্ষাধিক মানুষের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। মাত্র ৩২ শতাংশ নাগরিক চলাচল করেন বাসে। আর ট্রেনে চলাচল করেন মাত্র ১৯ শতাংশ নাগরিক। এ কারণে রাস্তাগুলোতে প্রচুর ব্যক্তিগত গাড়ি চলায় মাঝেমধ্যে তীব্র যানজট দেখা দেয়।

তবে গণপরিবহণ ফ্রি করে দেয়ায় এই সমস্যার কিছুটা সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *