fbpx
হোম আন্তর্জাতিক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন প্রধানমন্ত্রী
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন প্রধানমন্ত্রী

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির নতুন প্রধানমন্ত্রী

0

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুলআজিজ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে ও উত্তরসূরী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক আদেশে এসব জানানো হয়েছে বলে সৌদি বার্তা সংস্থা এসপিএ‍‍`র বরাত দিয়ে জানায় রয়টার্স। সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের আরেক ছেলে প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী বানানো হয়।

এমবিএস হিসেবেও পরিচিত সৌদি যুবরাজ। এত দিন তিনি উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন।

চেঞ্জ টিভি ডট প্রেস,নিয়মিত লাইক,কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। https://www.facebook.com/changetv.pressnews

আড়াই বছর ক্রাউন প্রিন্স থাকা সালমান ২০১৫ সালে সৌদি আরবের শাসক হন। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে গণ্য হওয়া একাধিক স্থাপনার জিম্মাদার, ৮৬ বছর বয়সী এ বাদশা গত দুই বছরে বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

২০১৭ সালে ক্ষমতার কেন্দ্রে উঠে আসা প্রিন্স মোহাম্মদ অতিমাত্রায় তেল নির্ভরশীল সৌদি অর্থনীতিতে বৈচিত্র্য আনতে ব্যাপক পদক্ষেপ নেন। নারীদের গাড়ি চালানোর অনুমতি, সমাজে মোল্লাদের প্রভাব কমিয়ে আনাসহ তার নানান পদক্ষেপ মধ্যপ্রাচ্যের গোঁড়া রক্ষণশীল দেশটিকে অনেকখানি বদলে দিয়েছে।

এসব সংস্কারের পাশাপাশি ভিন্নমতের ওপর ব্যাপক দমনপীড়ন, রাজপরিবারের অনেক সদস্য, অ্যাক্টিভিস্ট, নারী অধিকার কর্মী ও ব্যবসায়ীদের জেলে পুরে সমালোচনাও কুড়িয়েছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *