fbpx
হোম প্রবাস যুক্তরাষ্ট্রে বোমা হামলার দায়ে বাংলাদেশীর যাবজ্জীবন সাজা !
যুক্তরাষ্ট্রে বোমা হামলার দায়ে বাংলাদেশীর যাবজ্জীবন সাজা !

যুক্তরাষ্ট্রে বোমা হামলার দায়ে বাংলাদেশীর যাবজ্জীবন সাজা !

0

২০১৭ সালের ১১ ডিসেম্বর ম্যানহাটনের টাইমস্কয়ার সাবওয়েতে এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যার চেষ্টার দায়ে একায়েদ উল্লাহ নামক এক বাংলাদেশীকে যুক্তরাষ্ট্রের আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

সরকারী প্রসিকিউশন আদালতকে বলেন, ঐদিন সকালে একায়েদ পাইপ বোমাটি নিজে বহন করে আনেন এবং টাইম স্কয়ারের সাবওয়েতে বোমাটির বিস্ফোরণ ঘটান।কিন্ত বোমাটি সঠিক ভাবে বিস্ফোরণ ঘটাতে ব্যার্থ হয় একায়েদ। ফলে বহু মানুষ সেদিন প্রাণে বেঁচে যায়। তবে আকায়েদ সহ ৪জন আহত হয় বোমা বিস্ফোরণে।

প্রসিকিউশন আরো বলেন, বোমাটি একায়েদ ব্রুকলীনের নিজ বাসায় তৈরী করে। বৃহ:বার ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক এ সংক্রান্তে রায় ঘোষণা করেন।রায় ঘোষণার আগে একায়েদ উল্লাহ বিচারকের নিকট নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। তিনি বলেন, আমি মনের ভিতর থেকে বলছি, আমি যা করেছি ভুল করেছি, খুবই দু:খিত ! কারন আমি নিরপরাধ মানুষের ক্ষতি সমর্থন করিনা।

বিচারপতি রিচার্ড জে জলিফান বলেন, একায়েদ উল্লাহ জঙ্গি সংগঠন অইএসএর মদদপুষ্ট হয়ে, বহু মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে ব্যাস্ততম সাবওয়েতে বোমা হামলা চালায়। তিনি এ হামলাকে বর্বরোচিত বলে উল্লেখ করে বলেন, এ অপরাধের যাবজ্জীবন সাজা হওয়াই যথার্থ।

একায়েদ উল্লাহ চট্রগ্রামের স্বন্দীপ উপজেলার বাসিন্দা। ২০১১ সালে ইমিগ্রান্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। সে যুক্তরাষ্ট্রে বাবা-মা’র সাথে নিউইয়র্কের ব্রুকলীনে বসবাস করতো। তিনি প্রথম কোন বাংলাদেশী যুক্তরাষ্ট্রের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত হল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *