fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি !
যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি !

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি !

0

পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে নিজেকে একতরফাভাবে প্রত্যাহার এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যে কৌশলগত ভুল করেছে, তার জন্য দেশটিকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে, তার সবকিছু ব্যর্থ হবে। আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে, তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে; এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যা করেছে তার জন্য এখন তাদেরকে অনুতপ্ত হতেই হবে এবং নিশ্চয়ই তারা তাদের পথ পরিবর্তন করবে; এছাড়া, তাদের সামনে কোনো বিকল্প নেই।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা অর্থনৈতিক চাপ সৃষ্টি ও নিবর্তনমূলক নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে নতজানু করতে পারবে কিন্তু ইরানের জনগণ সে প্রচেষ্টা প্রতিহত করেছে। যদিও যুক্তরাষ্ট্র আমাদের জন্য সমস্যা তৈরি করেছে। কিন্তু এর মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *