fbpx
হোম গণমাধ্যম মোবাইল অ্যাপের মাধ্যমে বিটিভি দেখা যাবে : তথ্যমন্ত্রী
মোবাইল অ্যাপের মাধ্যমে বিটিভি দেখা যাবে : তথ্যমন্ত্রী

মোবাইল অ্যাপের মাধ্যমে বিটিভি দেখা যাবে : তথ্যমন্ত্রী

0

জাতীয় সংসদে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট (সংশোধন) বিল-২০১৯ বৃহস্পতিবার পাস হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

এ সময় বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী জানান, কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে সারা বিশ্বে বিটিভি দেখা যাবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বিলের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দল জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান ও বেগম রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন ও বেগম রুমিন ফারহানা এবং গণফোরামের মোকব্বির খান। তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিল নিয়ে আলোচনাকালে তথ্যমন্ত্রী বলেন, আমরা ভারতের সঙ্গে চুক্তি করেছি। কয়েক সপ্তাহের মধ্যেই বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিস্টোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সমগ্র পৃথিবীতে বিটিভি দেখা যাবে বলেও জানান তিনি।

চলচ্চিত্র শিল্পের বিকাশে ড. হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্র উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গাজীপুরে ১০০ একর জায়গার ওপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে। সেটি বিশ্বমানের ফিল্ম সিটিতে উন্নীত করব।

তথ্যমন্ত্রী আরও বলেন, এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। দশ বছর আগে বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল সাড়ে ৭০০, এখন এক হাজার ৩০০। টিভি চ্যানেলের সংখ্যা ছিল ১০টি, আজ ৩৪টি সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স দেয়া হয়েছে। অনলাইন মিডিয়া হাতেগোনা ছিল। আর এ পর্যন্ত আট হাজারের বেশি অনলাইন পত্রিকার দরখাস্ত জমা পড়েছে।

সিনেমা হল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, যারা সিনেমা হল আধুনিকায়ন করতে চান বা বন্ধ সিনেমা হল চালু করতে চান, তাদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। এটি হলে কয়েক বছরের মধ্যে সিনেমা হলের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী ইয়াং লিডারস ফেলোশিপ গ্র্যাজুয়েশন কোর্সে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের ৩০ তরুণ নেতা অংশ নেন।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আশরাফ-উদ-দৌলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ বক্তব্য দেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *