fbpx
হোম আন্তর্জাতিক মোদী বিরোধী অমর্ত্য সেনের মুখেই মোদীর প্রশংসা !
মোদী বিরোধী অমর্ত্য সেনের মুখেই মোদীর প্রশংসা !

মোদী বিরোধী অমর্ত্য সেনের মুখেই মোদীর প্রশংসা !

0

‘মোদী বিরোধী’ অর্থনীতিবিদ বলেই পরিচিত  অমর্ত্য সেন। কিন্তু সেই অমর্ত্য সেনের মুখেই এবার নরেন্দ্র মোদীর প্রশংসা।

তাঁর মতে, করোনা সঙ্কট মোকাবিলায় অনেক রাষ্ট্র নেতার থেকে এগিয়ে আছেন মোদী। পরিস্থিতি মোকাবিলায় এটা ভারতকে সাহায্য করেছে।

২০১৬ সালে মোদী যখন নোটবন্দি ঘোষণা করেন, তখন সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছিলেন অমর্ত্য সেন। এদিন সেই অমর্ত্য সেন-ই বলেন, করোনা সঙ্কটের গুরুত্ব অনেক আগে বুঝে গিয়েছিলেন মোদী। তবে মোদীর দূরদৃষ্টির প্রশংসার পাশাপাশি সাধারণ মানুষের জীবন-জীবিকা নিয়ে আরও বেশি করে ভাবা উচিত ছিল বলেও মত পোষণ করেছেন অমর্ত্য সেন। তাঁর মতে, ভারতের দারিদ্র ও দুর্দশার এই ছবি নতুন নয়। গরিব মানুষদের দুঃখ, দুর্দশা আগে থেকেই ছিল।

প্রসঙ্গত,  সংক্রমণ রুখতে বার বারই সোশ্যাল ডিসট্যান্সিং-এর উপর জোর দিচ্ছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক। একইসঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম দফায় দেশজুড়ে ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন মোদী। বন্ধ করে দেওয়া ট্রেন, বাস, বিমান সহ সমস্তরকম আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পরিবহন। এরপর দ্বিতীয় দফায় ফের ৩ মে পর্যন্ত ১৯ দিনের লকডাউন ঘোষণা করেন। এখন তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন জারি রয়েছে। এই দফায় গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে কিছু ছাড় ঘোষণা করলেও, রেড জোনে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *