fbpx
হোম ক্রীড়া মোদির তীব্র নিন্দা করলেন আফ্রিদি
মোদির তীব্র নিন্দা করলেন আফ্রিদি

মোদির তীব্র নিন্দা করলেন আফ্রিদি

0

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএবি) নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে বিতর্কিত, দমনপীড়নমূলক আইন বাতিল করতে তাকে আহ্বান জানিয়েছেন তিনি।

গেল মঙ্গলবার টুইটবার্তায় আফ্রিদি বলেন,ঠিক কথা বলা হচ্ছে বস, মোদি সময় হারাচ্ছেন। তার হিন্দুত্ববাদী মতাদর্শ শুধু জম্মু-কাশ্মীরেই নয়, গোটা ভারতেই তা প্রতিহত করা হচ্ছে। অবশ্যই তাকে জম্মু-কাশ্মীরে নেয়া পদক্ষেপ বাতিল করতে হবে। সেই সঙ্গে সংখ্যালঘুদের বিপক্ষে সিএবি আইনও। অন্যথায় দ্রুত তার গন্তব্যে পৌঁছছেন তিনি।

সম্প্রতি ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়েছে। এর উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন। আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরকিত্ব দেয়ার জন্য এ আইন।

এর প্রতিবাদে উত্তাল ভারত। সারা দেশে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়সহ বেশ কয়েকটি রাজ্যের নাগরিকরা ফুঁসে উঠেছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *