fbpx
হোম ক্রীড়া মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন জাভি
মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন জাভি

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন জাভি

0

লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন। গত কয়েকদিন ধরে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তাও বলেছেন, আর্জেন্টাইন সুপারস্টারের জন্য তাদের দরজা সবসময় খোলা। এবং মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়নি। এবার কাতালান কোচ জাভি হার্নান্দেজও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি।

বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিতে রয়েছে লিওনেল মেসি। যেটির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুন মাসে। নতুন করে মেয়াদ না বাড়ালে এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। জাভির চোখ সেখানেই। তবে আপাতত বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় বার্সা কোচ। এমনকি এখন এটিকে অসম্ভব বলছেন তিনি।

জাভি হার্নান্দেজ বলেন, ‘এই মুহূর্তে লিও মেসিকে দলে আনা অসম্ভব। প্যারিসের সঙ্গে তার চুক্তি রয়েছে। আমরা ভবিষ্যতে দেখবো। এটি তাকে নিয়ে কথা বলার সময় নয়।’

এক ফোঁটা হলুদও নেই

এর আগে সম্প্রতি ইএসপিএনকে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, ‘বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি না। এবং আমি বিশ্বাস করি, এটা আমাদের দায়িত্ব যেন অধ্যায়টি সবসময় খোলা থাকে। এটা বন্ধ হবে না।’

লাপোর্তা এটাও স্বীকার করেছেন যে মেসির এভাবে ক্লাব ছেড়ে যাওয়ায় তিনিও কষ্ট পেয়েছেন। কিন্তু কোনো উপায় ছিল না। বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘নৈতিকভাবে বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি, তখন যা করেছি সেটা করার প্রয়োজন ছিল। তবে একইসঙ্গে বার্সা প্রেসিডেন্ট এবং ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি তার (মেসি) কাছে ঋণী।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *