fbpx
হোম অন্যান্য মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর’র দু’রকম তথ্য
মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর’র দু’রকম তথ্য

মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর’র দু’রকম তথ্য

0

দেশে প্রতিদিনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আজ নতুন করে আরও ৪ জনের মৃত্যুর খবর প্রথমবার নিশ্চিত করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। দুপুরে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ে এক জরুরি সভার মাধ্যমে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তাতে করে মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১১৭ জনে। আর মৃত্যু সংখ্যা ১৩ জন।

কিন্তু তার পরবর্তীতে আইইডিসিআরের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায় ভিন্ন তথ্য। জানান, দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১২ জনের। অথচ এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনায় ৪ জন মৃত্যুর সংবাদ।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১২৩ জন। এবং ৩৩ জনের পরে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেনি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া করোনা বিষয়ে শনাক্ত এবং মৃত্যু সম্পর্কিত তথ্যের সঙ্গে আইইডিসিআরের দেওয়া তথ্যের মিল না থাকায় ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী সে মুহূর্তে যে তথ্য দিয়েছিলেন তখন তা ঠিক ছিল। ওখানে একটি প্রোগ্রাম চলছিল। আমিও ছিলাম। তথ্যটি মন্ত্রী মহোদয়কে আমি দিয়েছি। এক-দেড় ঘণ্টা আগে সর্বশেষ তথ্যানুযায়ী আমি উনাকে এই তথ্য দিয়েছিলাম। মিটিংয়ে বক্তৃতার সময় আইইডিসিআরে ফোন দিয়ে জানতে চাওয়া হয়। সে সময় একটি নামের বানানের ভুল থাকার কারণেই এই ধরনের ভুলটা হয়েছে। পরে যাচাই বাছাইয়ের মাধ্যমে জানা যায় এই দুইটা নামই এক ব্যক্তির ছিল। এখন যে তথ্যটা আমরা দিয়েছি, এটা যাচাই-বাছাই শেষে দেওয়া হয়েছে। এটাই সঠিক। আগের তথ্যটাও আইইডিসিআর দিয়েছিল এবং এই তথ্যটাও আইইডিসিআর দিয়েছে। এতে বিভ্রান্তি হওয়ার কিছুই নেই। আমাদের এই বক্তব্যের পরে সব বিভ্রান্তির অবসান ঘটবে বলে মনে করি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *