fbpx
হোম আন্তর্জাতিক ‘মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই’
‘মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই’

‘মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই’

0
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মসজিদ ‘সুরাও আল আমিন’র উদ্যোগে সিরাতুন্নাবী (সঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার( ৯ নভেম্বর) বাদ এশা মালয়েশিয়ার ক্লাং মেরুর মসজিদে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রবাসি ব্যাবসায়ী মোহাম্মদ আকতার হোসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মোফাসসিরে কোরআন, মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোঃ মিজানুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মাওসুফ আহমদ, তাকীউল্লাহ,মাজহারুল ইসলাম, জসিম উদ্দিন ও মাওলানা বেলাল হোসাইন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়, মাহফিলে হামদ ও না’ত পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ সফিকুল ইসলাম।

রাসুল (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা করতে গিয়ে প্রধান বক্তা বলেন, চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান তারা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে। তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।

পরে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, রাওয়াং বিডিএম বিজনেসের সভাপতি মোহাম্মদ শাহাজান, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক হাজি ওবায়দুল হক, মোহাম্মদ সেলিমসহ মালয়েশিয়ার দূর দূরান্ত থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশীরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *