fbpx
হোম আন্তর্জাতিক মুখ ফসকে বুশ বললেন ইরাক যুদ্ধ অযৌক্তিক
মুখ ফসকে বুশ বললেন ইরাক যুদ্ধ অযৌক্তিক

মুখ ফসকে বুশ বললেন ইরাক যুদ্ধ অযৌক্তিক

0

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিককালে ইরাককে কেন্দ্র করে সবচেয়ে বড় যুদ্ধ ছিল অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক অনুষ্ঠানে এমন বার্তাই দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে এই বার্তা তার মুখ ফসকে বের হয়েছে।

পরক্ষণেই এই কথা প্রত্যাহার করে নিয়ে তিনি দাবি করেন, আমি আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকার কথা বলতে চেয়েছিলাম। খবর ওয়াশিংটন পোস্টের।

যোগাযোগ রকমারি.কম

বুশের এ কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকরা হাসাহাসি শুরু করেন।

২০০৩ সালের ২১ মার্চ ‘প্রাণঘাতী অস্ত্র রয়েছে’ এ মিথ্যা খবরের ভিত্তিতে ইরাকে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে ইরাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও ২০১৪ সালে ইসলামিক স্টেটস আল ইরাক আল শাম (আইএসআইএস) দমনের অজুহাতে পুনরায় ইরাকে সেনা পাঠায় দেশটি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *