fbpx
হোম রাজনীতি মিয়ানমার আগামীতে আরও সতর্ক হবেন: আব্দুল মোমেন
মিয়ানমার আগামীতে আরও সতর্ক হবেন: আব্দুল মোমেন

মিয়ানমার আগামীতে আরও সতর্ক হবেন: আব্দুল মোমেন

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের সীমান্তে মর্টারশেল নিক্ষেপের ঘটনায় মিয়ানমার আগামীতে আরও সর্তক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্মরণসভার আয়োজন করে ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান দূতাবাস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখানে পড়েছে স্ট্রে। হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের আলাপ, জিজ্ঞাসা করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি বলেন, ভারত সফরে যাবেন। এ ব্যাপারে সব সময় আমরা একটা ইভেন্ট করি। আমরা আপনাদেরকে জানাবো।

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, উনি অত্যন্ত বাংলাদেশের বন্ধু। উনি বৈশ্বিক নেতা। জাপানের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে উনার সম্পর্কটা গভীর ছিল। উনার সরকারের সময় আমাদের প্রধানমন্ত্রী তিন তিন বার রাষ্ট্র সফরে গেছেন। উনিও আমাদের দেশে এসেছেন। আর ২০১৪ সালে জাপান আর বাংলাদেশের অংশীদারিত্ব জোরদার হয়। আজকে এখানে মেট্রোরেল দেখছেন, জাপানের সহায়তায় সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী যখন বিদেশে যান তখন শিনজো অ্যাবের সঙ্গে আলোচনা করে একটি বড় রকমের অনুদান নিয়ে আসেন। প্রায় ছয় বিলিয়ন ডলার। আমরা উনার বন্ধু। উনার বিভিন্ন কাজে সহায়তা করেছি। বন্ধুভাবাপন্ন বৈশ্বিক নেতা ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *