fbpx
হোম আন্তর্জাতিক মিয়ানমারকে ৪ মাস সময় দিল আন্তর্জাতিক আদালত
মিয়ানমারকে ৪ মাস সময় দিল আন্তর্জাতিক আদালত

মিয়ানমারকে ৪ মাস সময় দিল আন্তর্জাতিক আদালত

0

নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা মামলা চলবে । বিচার স্থগিতে মিয়ানমারের আবেদন গ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছে আইসিজে’র বিচারকদের বেঞ্চ ।

আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) বিকালে এক অন্তবর্তী আদেশে এ রায় ঘোষণা করেন আদালত।

আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা দায়ের করে । এই মামলার বিচার কার্যক্রম স্থগিত করতে মিয়ানমারের আবেদনের প্রেক্ষিতে এক অন্তর্বর্তী আদেশে এসব রায় দেন বিচারক ।

বিচারক বলেছেন, রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারে না মিয়ানমার । মামলায় মিয়ানমার যথাযথ সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছে আদালত । এই মামলা নিয়ে মিয়ানমার যে আপত্তি করেছে সেটি গহণযোগ্য নয় বলেও জানিয়েছেন বিচারক । হেগের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু করেন আদালতের প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ ।

আদেশে আদালত আরও বলেন, মিয়ানমারের সেনা বাহিনীর দোষী সদস্যদেরকেও বিচারের আওতায় আনতে হবে । এছাড়া রোহিঙ্গাদেরকে সুরক্ষা দেয়ার নির্দেশও দিয়েছেন । আগামী চার মাসের মধ্যে অন্তবর্তী আদেশ বাস্তবায়নের অগ্রগতি আদালতকে জানাতে হবে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *