fbpx
হোম বাণিজ্য মিরপুরের সনি স্কয়ারে টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন
মিরপুরের সনি স্কয়ারে টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন

মিরপুরের সনি স্কয়ারে টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন

0

ব্যবসায়িক সাফল্যের যাত্রায় এবার রাজধানীর মিরপুরের সনি স্কয়ারে(সাবেক সনি সিনেমা হল) টিপটপমার্ট লি. এর পঞ্চম শাখার উদ্বোধন হলো। বৃহস্পতিবার বিকেলে মিরপুরে নতুন এই শাখার উদ্বোধন করেন এক সময়কার তরুণ প্রজন্মের হার্টথ্রোব জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা মৌসুমী ও জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন টিপটপমার্ট লি. এর চেয়ারম্যান মো.বজলুর রহমান পাটোয়ারী ও ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন সৌরভ। উদ্বোধন শেষে বক্তব্যে মৌসুমী বলেন, মেয়েরা মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু প্রকৃতভাবে ত্বকের যত্নে কি সচেতন থাকেন? নিশ্চয় এমনটা দেখা যায় না। অথচ আমরা অনেকেই জানি না ডার্মো কসমেটিকস ত্বকের যত্নে কতটা কার্যকরি। যা নিয়ে এসেছে টিপটপ মার্ট। তিনি বলেন, টিপটপ মার্টের এই সেবা নিয়ে সবাই নিজের ফেস সুন্দর রাখতে পারেন। এসময় মৌসুমী টিপটপ মার্টের শুভ কামনা করে বলেন, পঞ্চম শাখার ব্যবসায়িক সাফল্য যেনো ৬ষ্ঠ শাখার কার্যক্রম শুরুর পথ উন্মোচিত করে, সেই দোয়াই করি।

ডা. এজাজুল ইসলাম বলেন, চিকিৎসক হিসেবে আমি যেহেতু চর্মরোগ বিশেষজ্ঞ, সেহেতু টিপটপ মার্ট পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে এসে, প্রথমেই প্রতিষ্ঠানটির পণ্যের গুণাগুন সম্পর্কে জানার চেষ্টা করেছি। খোঁজখবর নিয়েছি টিপটপ মার্টের ব্যবসা সম্পর্কে। এমনকি ত্বকের সেবায় প্রতিষ্ঠানটির পণ্য নিজে ব্যবহার করে দেখেছি। আমার কাছে মনে হয়েছি আমদানিকৃত টিপটপ মার্টের পণ্যগুলো যথেষ্ট মান সম্পন্ন ও গুনাগুণ নির্ভর। তারপরই আমি টিপটপ মার্টের পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে মত দেই। যুক্ত হই প্রতিষ্ঠানটির সঙ্গে।

ডা. এজাজ বলেন, এসব ডার্মো কসমেটিকস সত্যি ত্বকের যত্নে উপকারি। তবে পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী এসব পণ্য ব্যবহার করা ভাল। তিনি বলেন, প্রত্যাশা করছি গ্রাহক সেবায় টিপটপ মার্ট আরো এগিয়ে যাবে এবং তাদের সেবা অব্যাহত থাকবে। সেই সঙ্গে তাদের সেবার মান দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। অভিনেতা এজাজ বলেন, টিপটপ মার্টের পণ্য এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আশা করছি আগামীতে আরো ব্যাপকতা পাবে সব শ্রেণীর সৌখিন মানুষের কাছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডা. উজ্জল রায়, জনপ্রিয় সংবাদ উপস্থাপক আমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক ও আমেরিকার নিউ ইর্য়ক থেকে সম্প্রচারিত সাউথ এশিয়ান টেলিভিশন চ্যানেল টিটি’র ব্যুরো চিফ কাজী লুৎফুল কবীর, টিপটপ মার্টের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন হিমেল চৌধুরী ও হেড অব অ্যাকাউন্টস মো.তরিকুল ইসলাম রিপন মিয়া। এছাড়া অসংখ্য উৎসাহি তরুণ-তরুণী ও ক্রেতার উপস্থিতি ছিল লক্ষণীয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *