fbpx
হোম জাতীয় মাসে একদিন মিলবে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ !
মাসে একদিন মিলবে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ !

মাসে একদিন মিলবে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ !

0

এখন থেকে মাসের প্রথম রোববার জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য জাতীয় চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে গত ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে দীর্ঘ সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবেন। এটি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। সম্প্রতি বেশ কিছু শর্ত প্রতিপালন নিশ্চিত করা সাপেক্ষে প্রাণিসম্পদ অধিদফতরকে চিড়িয়াখানা খোলার এই অনুমতি দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এটি খোলা রাখার আগে করোনার সংক্রমণ এড়াতে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।

সেগুলো হলো-

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অমোচনীয় রং দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে। প্রবেশ গেইটে জীবাণুনাশক টানেল ও ফুটবাথ স্থাপন করতে হবে। প্রবেশ গেইটে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীর দৈহিক তাপমাত্রা চেক করার ব্যবস্থা করতে হবে। চিড়িয়াখানার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা রাখতে হবে। দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দর্শনার্থীর সংখ্যা দৈনিক সর্বোচ্চ দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রাণির এনক্লোজারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। পরিদর্শন সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত রাখতে হবে। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচারণা চালাতে হবে এবং ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

দর্শনার্থীদের মানতে হবে যেসব নিয়ম-

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে অমোচনীয় রং দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে। প্রবেশ গেইটে স্থাপিত জীবাণুনাশক টানেল ও ফুটবাথ ব্যবহার করতে হবে। চিড়িয়াখানার ভেতর প্রবেশের পর দিক নির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে। বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক ব্যবহার করতে হবে। চিড়িয়াখানায় খাবার নিয়ে প্রবেশ করা যাবে না এবং চিড়িয়াখানার ভেতরে এক জায়গায় ভিড় বা জটলা করা যাবে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *