fbpx
হোম অন্যান্য মানবপাচারে দ্বিতীয় ধাপে বাংলাদেশ
মানবপাচারে দ্বিতীয় ধাপে বাংলাদেশ

মানবপাচারে দ্বিতীয় ধাপে বাংলাদেশ

0

যুক্তরাষ্ট্রের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে উন্নতি হয়েছে বাংলাদেশের অবস্থান। তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উঠে এসেছে বাংলাদেশ।

মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ট্রাফিকিং ইন পারসন, টিআইপি নামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, মানবপাচার বন্ধে নানামুখি কার্যকর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। এর পাশাপাশি মানবপাচার মামলার নিষ্পত্তি এবং ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদন চারটি ক্যাটাগরিতে দেশগুলিকে ভাগ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কমপক্ষে ৪ হাজার ৪০৭টি মানবপাচারে মামলা ছিল, যা ২০১৯ সালের শেষের দিকে তদন্ত বা বিচারের বিচারাধীন ছিল এবং দণ্ডিত হওয়ার হার ১.৭ শতাংশ। ২০১৮ সালে মোট মামলা হয় ৫৪৭টি আর পরের বছর মামলা হয় ৬৪৪টি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *