fbpx
হোম অন্যান্য মহাকাশে থাকাকালীন রোজা না রাখার কারণ জানালেন আরব মহাকাশচারী আল-নেয়াদি
মহাকাশে থাকাকালীন রোজা না রাখার কারণ জানালেন আরব মহাকাশচারী আল-নেয়াদি

মহাকাশে থাকাকালীন রোজা না রাখার কারণ জানালেন আরব মহাকাশচারী আল-নেয়াদি

0

আমিরাতি মহাকাশচারী সুলতান আল-নেয়াদি বলেছেন, আসন্ন মহাকাশ মিশনে থাকাকালীন তিনি রোজা রাখবেন না। কারণ ঐ সময় তিনি ভ্রমণে থাকবেন। কুয়েত টাইমস’র খবরে এই তথ্য জানানো হয়েছে।

২৫ জানুয়ারি, একটি সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কীভাবে পবিত্র রমজান মাসটি পালন করবেন, জবাবে নেয়াদি বলেন, তার পরিস্থিতি একটি ব্যতিক্রমের মধ্যে পড়ে। আমি একজন ভ্রমণকারীর তালিকায় পড়বো এবং এজন্য আমরা রোজা না রাখলেও চলবে। এটা বাধ্যতামূলক নয়।

খবরে আরো জানানো হয়েছে, ৪১ বছর বয়সী আল-নেয়াদি হচ্ছেন প্রথম আরব মহাকাশচারী যিনি মহাকাশে ছয় মাস কাটাবেন। আগামী মাসে স্পেসএক্স ফ্যালকন নাইন রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) যাবেন তিনি।

নেয়াদি, নাসার স্টিফেন বোয়েন ও ওয়ারেন হোবার্গ এবং রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভ স্পেসএক্স ড্রাগন ক্রু-সিক্সের সদস্য হিসেবে ২৬ ফেব্রুয়ারি আইএসএস-এ যাওয়ার কথা রয়েছে।

তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত থেকে মহাকাশে যাত্রা করা নেয়াদি হবেন দ্বিতীয় নাগরিক। এর আগে,২০১৯ সালের সেপ্টেম্বরে হাজ্জা আল-মানসুরি আইএসএস-এ আট দিন কাটিয়েছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *