fbpx
হোম প্রবাস মদিনা প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে খাদ্য সংকট
মদিনা প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে খাদ্য সংকট

মদিনা প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে খাদ্য সংকট

0

প্রাণঘাতী করোনার নির্মমতায় পবিত্র নগরী মদিনা মুনাওয়ারায় অসহায়ত্ব জীবন যাপন করছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী।

ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অসহায় সৌদি প্রবাসীদের জন্য ৮০ লাখ টাকার প্রণোদনা দিলেও রিয়াদ জেদ্দা (আংশিক অংশ) ছাড়া ত্রাণ পায়নি অন্য কোনো শহরের প্রবাসীরা।

এদিকে প্রতি বছর পবিত্র রমজান মাসে বিশ্ব মুসলিমের প্রাণকেন্দ্র দুই পবিত্র মসজিদ (হারামাইন আশ-শরিফাইন) মক্কা হারাম শরীফ ও মদিনা মসজিদ নববীতে লাখ লাখ মুসল্লীদের প্রাণচঞ্চল উপস্থিতিতে অনুষ্ঠিত হতো ইফতারের সবচেয়ে বড়ো আয়োজন। এ বছর করোনা প্রাদুর্ভাবের করণে বন্ধ রয়েছে বিশ্বের এই বড় ইফতারের আয়োজন।

এরই মধ্যে বাংলাদেশি প্রবাসীরা কর্মহীন ঘরবন্দি হওয়ায় লকডাউনের মাঝে মানবেতর জীবন যাপন করছেন। খাদ্য সংকটে রয়েছে হাজার হাজার প্রবাসী। মদিনা প্রবাসীদের অভিযোগ, দূতাবাসের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করে আজ পর্যন্ত কেউ সরকারে দেয়া উপহার সামগ্রী পায়নি।

বিভিন্ন মাধ্যমে দূতাবাস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা বিভিন্ন অজুহাত এবং মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন। সারা বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও করোনার মত মহামারিতে সরকারের দেয়া সহযোগিতা পাচ্ছে না প্রবাসীরা। টানা এক মাস লকডাউনের মধ্যে দিয়ে ব্যবসা-বানিজ্য বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে প্রবাসী ব্যবসায়ীরা।

অন্যান্য বছর রমজান মাসে সৌদি বিত্তবানেরা ইফ্তার সামগ্রী উপহার দিলেও এ বছর করোনা ভাইরাসের কারণে কারফিউ জারি থাকায় কেউ ঘরে থেকে বের হতে পারছে না। এমতো অবস্থায় প্রবাসীরা খাদ্য সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে।

Like
Like Love Haha Wow Sad Angry
5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *