fbpx
হোম অন্যান্য ভোলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের অজ্ঞাত মামলা দায়েরঃ আসামি ৪-৫ হাজার
ভোলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের অজ্ঞাত মামলা দায়েরঃ আসামি ৪-৫ হাজার

ভোলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের অজ্ঞাত মামলা দায়েরঃ আসামি ৪-৫ হাজার

0

গতকাল রোববার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রোববার রাতে পুলিশের উপপরিদর্শক আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের জানাজা রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সম্পন্ন হয়। জানাজা শেষে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন করা হয়। তবে এখনো ভোলার পরিবেশ বেশ থমথমে বলে জানা গেছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন তৎপর আছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও কয়েক প্লাটুন বিজিবি টহলে নামিয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামে একজনের ফেসবুক আইডি থেকে শুক্রবার বিকেলে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে। যদিও পরে পুলিশের হাতে আটক অভিযুক্ত যুবক দাবি করেছেন তার আইডি হ্যাক করা হয়েছিল।

একপর্যায় কয়েকটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। পরে ফেসবুকে প্রতিবাদ শুরু হয়। জানাজানি হয় স্থানীয়দের মধ্যে। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সেই সমাবেশকে কেন্দ্রে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত ও পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *