fbpx
হোম আন্তর্জাতিক ভূমিকম্পের ২১ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ঘোড়া উদ্ধার !
ভূমিকম্পের ২১ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ঘোড়া উদ্ধার !

ভূমিকম্পের ২১ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ঘোড়া উদ্ধার !

0

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির আদিয়ামান প্রদেশের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রাণীটির উদ্ধারে একযোগে কাজ করছে একটি উদ্ধারকারী দল। কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে নিরাপদে ঘোড়াটিকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

গত সোমবার ভিডিওটি টুইটারে শেয়ার করেন এক তুর্কি ব্যবসায় উদ্যোক্তা। ক্যাপশনে তিনি এটাকে ‘মিরাকল’ বলে অভিহিত করেন। শেয়ার করার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি এখন পর্যন্ত ৩১ লাখ ভিউ হয়েছে। কমেন্ট পড়েছে হাজার হাজার। ভূমিকম্পের তিন সপ্তাহ পর ঘোড়া জীবিত উদ্ধার হওয়ার এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন অনেকেই।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে পর পর দুটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

প্রায় দুই সপ্তাহ ধরে চলার পর গত সপ্তাহে উদ্ধার অভিযান শেষ হয়ে গেছে। এরপর এক্সকেভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। এতেও বেরিয়ে আসছে মৃতদেহ। ফলে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

ভূমিকম্পে তুরস্কে মোট দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিরিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮৮ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

ঐ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহে আবারও কেঁপে ওঠে তুরস্ক। সোমবার সকালে দক্ষিণপূর্ব তুরস্কে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬। এতে একজন মারা গেছে। অন্তত ৬৯ জন আহত হয়েছে। এই ভূমিকম্পেও বেশ কিছু বাড়ি ভেঙেছে। অনেকে এখনো চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে।

 

 

সূত্র: ইয়াহু নিউজ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *