fbpx
হোম বাণিজ্য ভালো দাম পাওয়ায় পাটের আবাদ বাড়ছে ময়মনসিংহ অঞ্চলে
ভালো দাম পাওয়ায় পাটের আবাদ বাড়ছে ময়মনসিংহ অঞ্চলে

ভালো দাম পাওয়ায় পাটের আবাদ বাড়ছে ময়মনসিংহ অঞ্চলে

0

ময়মনসিংহ অঞ্চলে এবার পাটের ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। বাজারে জাত  মান ভেদে প্রতিমণ পাট  বিক্রি হচ্ছে  ১২শ থেকে হাজার টাকা দরে | কৃষি কর্মকর্তারা বলছেন, দাম ভালো পাওয়ায়  অঞ্চলে পাটের আবাদ বাড়ছে।

কৃষক জানান, বাজারের এমন অবস্থায় আমরা খুশি। এবার বাজার মোটামুটি ভালোই। গতবারের তুলনায় দাম বেশি পাচ্ছি। ১৫০০ টাকায় একমণ পাট বিক্রি করলাম এবার।

বাজারে স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুদ করলেও পাটকলগুলো এখনো কেনা শুরু করেনি বলে জানান তারা। পাটকলগুলো পাট কেনা শুরু করলে দাম আরো বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী বলেন, এবার পাটের দাম ভালো। কৃষকরাও খুশি। ১৪শ থেকে ১৮শ টাকার মত দাম পাচ্ছেন তারা।

এদিকে ভালো দাম পাওয়ায় বর্তমানে এ অঞ্চলে পাটের আবাদ কিছুটা বেড়েছে বলে জানান ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। তিনি জানান, সরকার চেষ্টা করছে এখানে পাটের আবাদ বৃদ্ধি করতে। এ ব্যাপারে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কৃষি বিভাগ জানায়, ময়মনসিংহ বিভাগের চার জেলায় ১৮ হাজার হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৮ হাজার ৫৮৫ হেক্টর। যা থেকে প্রায় ৫৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *