fbpx
হোম আন্তর্জাতিক ভারত-পাকিস্তান-বাংলাদেশ, তিন দেশেই আক্রান্তের রেকর্ড !
ভারত-পাকিস্তান-বাংলাদেশ, তিন দেশেই আক্রান্তের রেকর্ড !

ভারত-পাকিস্তান-বাংলাদেশ, তিন দেশেই আক্রান্তের রেকর্ড !

0

ভারত-পাকিস্তান ও বাংলাদেশেও করোনার থাবায় স্থবির জনজীবন। থেমে নেই এর ভয়াবহতা। তিন দেশেই একি সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

ভারতে একদিনে নতুন করে ৫ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছে। যা সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আর ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ১৪০ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৫০ আর মারা গেছে ৩ হাজার ৩০৩ জন।

আর পাকিস্তানে একদিনে ১ হাজার ৯৩২ জন মানুষের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা গত দিনগুলোর চেয়ে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। মারা গেছে ৪৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৪৫ হাজার ৮৯৮ জন। এবং মারা গেছে ৯৮৫ জন।

অন্যদিকে বাংলাদেশে একি সময়ে করোনায় আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ। ২৪ ঘন্টায় আক্রান্ত ১,৬১৭ জন। মারা গেছে আরও ১৬ জন মিলিয়ে ৩৮৬ জন।।  মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *