fbpx
হোম জাতীয় ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়’
‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়’

‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়’

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘তাদের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাতের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুস্থ ও সবল আছে। কারণ আমরা সবসময় যেটা বলি-আমাদের মুক্তিযুদ্ধে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা রক্তের সম্পর্ক। ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে জয়লাভের জন্য রক্ত ও অস্ত্র দিয়েছে। তাদের সঙ্গে আমাদের যে সংস্কৃতির বন্ধন, এটা পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে নেই। কাজেই এই সম্পর্ক কখনো দুর্বল হওয়ার নয়।’

পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের নৌ মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু এনগেইজমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এর অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে, সমাপ্ত পর্যায়ে আছে। আমরা চাই, আমাদের যে কানেকটিভিটি সেটা বাড়াতে। নৌপথ এর অন্যতম মাধ্যম হতে পারে। সে ব্যাপারে আমরা কথা বলেছি। ভারতের সঙ্গে এ কাজগুলো আমরা আরও এগিয়ে নিতে চাই।’

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *