fbpx
হোম আন্তর্জাতিক ভাড়াটে সৈন্য নিয়োগ করছে রাশিয়া
ভাড়াটে সৈন্য নিয়োগ করছে রাশিয়া

ভাড়াটে সৈন্য নিয়োগ করছে রাশিয়া

0

ইউক্রেনে ভাড়াটে সৈন্য নিয়োগের জন্য রাশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ও গোপন মেসেজিং গ্রুপ ব্যবহার করছে। তারা ইতিমধ্যে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। কীভাবে সৈন্য ভাড়া করা হয়, সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন এরকম কয়েক জন সাবেক যোদ্ধা।

ইউক্রেনে যুদ্ধ করছে এরকম ভাড়াট সৈন্যরা জানিয়েছেন, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে রাশিয়ার গোপন সংগঠন ওয়্যাগনার গ্রুপের সদস্যদের সঙ্গে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হয়। ঐ মেসেজে তাদের ইউক্রেনে ‘পিকনিক’ করতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। মেসেজে শূকরের চর্বি দিয়ে তৈরি ‘স্যালো’ নামে একটি ইউক্রেনিয়ান খাবার চেখে দেখার কথা উল্লেখ ছিল।

ঐ মেসেজগুলোতে ‘যাদের পূর্বে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল, ঋণগ্রস্ত, ভাড়াটে কোনো গ্রুপের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিংবা যাদের কোনো পাসপোর্ট নেই এমন ব্যক্তিদের যোগ দেওয়ার আবেদন করতে বলা হয়। মেসেজগুলোতে আরো বলা হয়, ‘যারা রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক ও দনেত্স্ক এবং ক্রাইমিয়ার বাসিন্দা, তারা আন্তরিকভাবে আমন্ত্রিত।’

ভাড়াটে সৈন্যরা বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত রাশিয়ার সামরিক গোয়েন্দা ইউনিট জিআরইউর অফিসারদের অধীনে পরিচালিত ইউনিটে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলের মোলকিনো এলাকায় দেশটির একটি সেনাঘাঁটির পাশে ওয়্যাগনারের ঘাঁটিতে নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়। গোপন মেসেজিং গ্রুপগুলোর পাশাপাশি, ভাড়াটে যোদ্ধাদের নিয়োগের জন্য রাশিয়ায় একটি প্রকাশ্য প্রচারণাও রয়েছে।

গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার যোদ্ধা রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছায় যোগ দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য থেকে আসা যোদ্ধাদের যুদ্ধে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ওয়্যাগনার গ্রুপের প্রায় ৪০০ যোদ্ধা ইউক্রেনে রয়েছেন।

 ২০১৪ সালে পওথম ওয়্যাগনার গ্রুপটির কথা জানা যায়। তখন পূর্ব ইউক্রেনে রুশপম্হি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছিল তারা। সক্রিয় থাকা ওয়্যাগনার গ্রুপের এক যোদ্ধা ব্যাখ্যা করে বলেন, ইউক্রেন আক্রমণের প্রথম দিকে তাকে দেশটির দ্বিতীয় শহর খারকিভে পাঠানো হয়েছিল। সেখানে তাদের ইউনিটটি নিজেদের পরিচয় প্রকাশ না করেই একটি মিশন সফলভাবে সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘তখন আমাদের এক মাসের কাজের জন্য ২ হাজার ১০০ ডলার দেওয়া হয়েছিল এবং আমরা রাশিয়ায় ফিরে এসেছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *