fbpx
হোম আন্তর্জাতিক বৃটেনে ব্রেক্সিট কার্যকর
বৃটেনে ব্রেক্সিট কার্যকর

বৃটেনে ব্রেক্সিট কার্যকর

0

আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেল বৃটেন। এখন থেকে আর ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয় দেশটি। ৪৭ বছর ইইউয়ের সদস্য থাকার পর গত রাত স্থানীয় সময় ১১টায় নিজেরা আলাদা হয়ে নতুন যাত্রা শুরু করলো তারা। এর মধ্য দিয়ে সৃষ্টি হলো আরেক নতুন ইতিহাস। তবে ঐতিহাসিক এই মুহূর্তে ব্রেক্সিটের পক্ষের বৃটিশ নাগরিকরা উল্লাসে ফেটে পড়েন।

ঠিক তার পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয় এর বিপক্ষ শিবিরে। তারা রাতের বৃটেনে ব্রেক্সিট বিরোধী বিক্ষোভ করেন। তাদের পক্ষাবলম্বকারীরা স্কটল্যান্ডে মোমবাতি প্রজ্বলন করেন।

গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর নানা নাটকীয়তার পর কার্যকর হলো এই ব্রেক্সিট। ব্রেক্সিট কার্যকরের ফলে দেশটির ১ কোটি ৭৪ লাখ মানুষের গণভোটের ইচ্ছা পূরণ হলো।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশকে একত্রে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার করেছেন। ব্রেক্সিট কার্যকরের এক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, অনেকের কাছে এটি আশার এক বিস্ময়কর মুহূর্ত, এমন এক মুহূর্ত যা কখনই আসবে না বলে তারা ভেবেছিল।

উল্লেখ্য, ব্রেক্সিট কার্যকর হলেও আগামী ১১ মাস পরিবর্তনকালীণ সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *