fbpx
হোম অন্যান্য ধেয়ে আসছে ‘বুলবুল’, ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে
ধেয়ে আসছে ‘বুলবুল’, ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে

ধেয়ে আসছে ‘বুলবুল’, ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে

0

চট্টগ্রাম সার্কিট হাউজে আজ (৯ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের দুর্যোগ পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার জনাব মো.আবদুল মান্নান মহোদয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে এ বিভাগের চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ০৯ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার  জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার (চিড়া. মুড়ি, গুড়) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই, হারিকেন, টর্চলাইট, ব্যাটারি, কনটেইনার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের পর্যাপ্ত মজুদ আছে। এ বিভাগের বিভিন্ন এলাকার জন্য সর্বমোট ৪২১৮ টি মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ঔষুধ, স্যালাইন ও অন্যান্য মেডিকেল সামগ্রীর পর্যাপ্ত মজুদ আছে।

জনগণকে সতর্ক করার জন্য জনপ্রতিনিধি, রেডক্রিসেন্ট, সিপিপির স্বেচ্ছাসেবকগণের মাধ্যমে এবং মসজিদে মাইকিং করা হচ্ছে এবং এ বিভাগের উপকূলবর্তী এলাকায় ২০৪৫ টি আশ্রয়কেন্দ্র খোলা ছাড়াও এখন পর্যন্ত ১১০,৩২২ জন আশ্রয়গ্রহন করেছেন। আশ্রয়গ্রহনকারীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।

সম্ভাব্য যে-কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণসহ জেলাসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের কন্ট্রোল রুমের মাধ্যমে বিভাগীয় জেলাসমূহের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কার্যক্রম সার্বক্ষণিক সমন্বয় করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *