fbpx
হোম ক্রীড়া বুমরাহ নয়, শাহিন আফ্রিদি বেশি কার্যকরী ও ভয়ঙ্কর
বুমরাহ নয়, শাহিন আফ্রিদি বেশি কার্যকরী ও ভয়ঙ্কর

বুমরাহ নয়, শাহিন আফ্রিদি বেশি কার্যকরী ও ভয়ঙ্কর

0

গত বছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার (স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি) জিতেছেন শাহিন শাহ আফ্রিদি। এ বছর তার নেতৃত্বে প্রথমবারের মতো পিএসএল শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। বয়স মাত্র ২২! এত অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটে বড় নাম পাকিস্তানি এই পেসার।

অন্যদিকে, গত কয়েকবছর ধরেই ভারতীয় পেস বোলিং আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ। তিন ফরম্যাটেই নিয়মিত একাদশে খেলে থাকেন। ভারতীয় দলের ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচনায় আসেন। দু’জনই প্রতিপক্ষ ব্যাটারদের জন্য আতঙ্কের অপর নাম। তবে পাকিস্তানের সাবেক বোলিং কোচ আকিব জাভেদের মতে, বুমরাহর চেয়ে শাহিন আফ্রিদি বেশি কার্যকরী ও ভয়ঙ্কর।

আকিব জাভেদ বলেন, ‘হ্যারিস রউফ শেষ কয়েক বছর যেভাবে বল করেছে, ওর গড় বোলিং গতি বিশ্বে দ্রুততম। ওর আগ্রাসন, দৌড় আলাদা, ব্যাটার জানে যে ও ধেয়ে আসছে তার দিকে। বুমরাহ কিন্তু ততটা আগ্রাসী নয়, এরকম শরীরী ভাষা মানুষ অনেক বেশি উপভোগ করে। আর শাহিনের গ্রাফ ঊর্ধ্বমুখী।’

বুমরাহর গতি অনেক স্থিতিশীল দাবি করে তিনি বলেন, ‘তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর শাহিন আফ্রিদি, সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে কিংবা টেস্ট। পাকিস্তান ক্রিকেট এখন শাহিন আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানদের ওপর নির্ভরশীল।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *