fbpx
হোম আন্তর্জাতিক বিশ্ব শহর দিবস আজ
বিশ্ব শহর দিবস আজ

বিশ্ব শহর দিবস আজ

0

আজ ৩১ অক্টোবর, বিশ্ব শহর দিবস। এখন বিশ্বের সব জায়গায় মানুষই চায়, শহরে থাকতে। মানবসভ্যতা দিন দিন বেশি শহরকেন্দ্রিক হয়ে পড়েছে।

যেসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলোও তো বজায়ও রাখতে হবে। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ৩১ অক্টোবর পালন করা হয় বিশ্ব শহর দিবস। নিজের শহরটাকে ভাল রাখার জন্য আমরা আমাদের শহর পরিষ্কার রাখবো। নিজেদের সংস্কৃতির আদান-প্রদান বাড়ানোর জন্য, আরও ভাল জীবন যাপনের জন্য, আজকের দিনটা অন্তত নিজের শহরটাকে প্রাণ ভরে ভালবাসুন।

বিশ্ব শহর দিবসের এবারের প্রতিপাদ্য ‘Adapting Cities for Climate Resilience’ বা ‘জলবায়ুর স্বাভাবিকতা আনয়নে শহরকে উপযোগী করে তোলা’। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে শহরের বাসিন্দারা বন্যা, ঝড়, তাপমাত্রা বৃদ্ধির মতো নানান রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে।

এসব বিষয়কে সামনে রেখেই এবারের বিশ্ব শহর দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বিশ্ব শহর দিবস-২০২১। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়। সভা-সেমিনার করে নগরের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *