fbpx
হোম করোনা বিশ্বে করোনাভাইরাসে ১০ লাখ ৭১ হাজারের বেশি মানুষের মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসে ১০ লাখ ৭১ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে ১০ লাখ ৭১ হাজারের বেশি মানুষের মৃত্যু

0

বিশ্বব্যাপী করোনা মহামারিতে ইতোমধ্যেই ১০ লাখ ৭১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন ২ কোটি সাড়ে ৫৭ লাখের বেশি মানুষ।

রোববার (১১ অক্টোবর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭১ লাখ দুই হাজার ২৮১ জন এবং মারা গেছেন ১০ লাখ ৭১ হাজার ৩০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ১৭২ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ১৭ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন দুই লাখ ১৪ হাজার ৩৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩০ লাখ ৬২ হাজার ৯৮৩ জন। এরপর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন, মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২ হাজার ৮৫৪ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন, মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৪২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৩২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৯ হাজার ৩৭৭ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *