fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু
বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

0

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসে ছোবলে গত ২৪ ঘণ্টায় (রবিবার) বিভিন্ন দেশে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সোয়া ৪ লাখ মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্যানুযায়ী, সোমবার সকাল সোয়া ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৮১ হাজার ৭৯০ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৯২৩ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৪০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬০৮ জন। এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৫৬৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *