fbpx
হোম অন্যান্য বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে লাল সবুজের পতাকা
বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে লাল সবুজের পতাকা

বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে লাল সবুজের পতাকা

0

২৬ শে মার্চ সন্ধ্যা ৭ টা ১ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ দালান বুর্জ খলিফার বুক জুরে জেগে উঠল লাল-সবুজের পতাকা।

দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সুপারিশে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী চলাকালিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ইমার গ্রুপ বুর্জ খলিফার অবয়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা প্রদর্শনের ব্যবস্থা করেন।

দ্বিতীয় বারের মতন বুর্জ খালিফায় বাংলাদেশের পতাকা প্রদর্শিত হলো। বিশ্বের সর্বোচ্চ দালান বুর্জ খলিফায় ২০১৯ সালের ২৬ মার্চ সন্ধ্যা ৭ টায় প্রথম বারের মত বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়। গত বছর বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে এবং আমিরাত বাংলাদেশ কমিউনিটির সিনিয়র দুই-তিনজন ব্যক্তির তৎপরতায় বিশ্বের অন্যতম রিয়েলস্টেট কোম্পানী ও নির্মাণ কোম্পানি ইমার আমিরাত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ কে সম্মান জানিয়ে এ পতাকা প্রদর্শনের ব্যবস্থা করেন।

বিশ্বের সর্বোচ্চ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এ টয়লেস টাওয়ারে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হওয়ায় বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশের মর্যাদা অনেকগুন বৃদ্ধি পেয়েছে বলে সচেতন মহল মনে করেন। এদিকে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বিশ্বের সর্বোচ্চ দালান বুর্জ খলিফায় বাংলাদেশের স্বাধীনতা দিবস কে সম্মান জানিয়ে পতাকা প্রদর্শিত করায় আমিরাত সরকার ও ইমার গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *