fbpx
হোম অন্যান্য বিশ্বের সবচেয়ে দামি ভেড়া, যার দাম ৪ কোটি ১৬ লাখ !
বিশ্বের সবচেয়ে দামি ভেড়া, যার দাম ৪ কোটি ১৬ লাখ !

বিশ্বের সবচেয়ে দামি ভেড়া, যার দাম ৪ কোটি ১৬ লাখ !

0

যে ভেড়ার কথা এখন বলছি সেটি কোনো সাধারণ ভেড়া নয়, এটি একটি বিশেষ ধরনের ভেড়া। ইতোমধ্যে এটি বিক্রি হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ডে (৪ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)। এ জন্য এটাকে বিশ্বের সবচেয়ে দামি ভেড়া বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভেড়াটি বিক্রি হয়েছে স্কটল্যান্ডে। ডাবল ডায়মন্ড নামের এই ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেড়াটি বিক্রি করেছেন চার্লি বোডেন ও তার পরিবার। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। পরে এটি ৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে কিনে নেন তিন কৃষকের একটি অংশীদারী প্রতিষ্ঠান। ক্রেতাদের প্রতিষ্ঠান প্রটেক্টার্স ফার্মের ব্যবস্থাপক জেফ আইকেন বলেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া এটি। এর পাগুলো নিখুঁত, উজ্জল, যার উপরের অংশ চমৎকার। এর সবকিছুই আছে।’

নিলামকারী প্রতিষ্ঠান দ্য টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এর আগে ২০০৯ সালে ২ লাখ ৩১ হাজার পাউন্ডে (২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা) একটি ভেড়া বিক্রি হয়েছিল। এতদিন পর্যন্ত সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রিত ভেড়া। এবার ডাবল ডায়মন্ড সেই রেকর্ড ভেঙে দিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *