fbpx
হোম বাণিজ্য বিশ্বব্যাংকের কাছে ৪,২৫০ কোটি টাকা সহায়তা চাইলেন অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের কাছে ৪,২৫০ কোটি টাকা সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের কাছে ৪,২৫০ কোটি টাকা সহায়তা চাইলেন অর্থমন্ত্রী

0

বিশ্বব্যাংকের কাছে আরো ৫০ কোটি ডলার বাজেট সহায়তা চাইলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ২৫০ কোটি টাকা।

বিশ্বব্যাংক-আইএমএফ এর চলমান বসন্তকালীন সভা ২০২১ এ অংশ নিয়ে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে সোমবার সন্ধ্যায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখন কমবেশি ভালো অবস্থানে রয়েছে।

এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা প্রধানমন্ত্রী শুরুতেই অনুধাবন করতে পেরে দেশের সবধরনের অর্থনৈতিক স্তরের মানুষের জন্য এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার মোট ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণার ব্যবস্থা করেছেন। ইতিহাসে যা একটি বিরল সাহসী পদক্ষেপ।

বাংলাদেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে কোভিড-১৯ এ টিকা প্রদানের কার্যক্রম শুরুর বিষয়টিও উল্লেখ করেন তিনি। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরো বেশি হারে বাড়ানোর লক্ষ্যে ছাত্রীদের জন্য প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রকল্পে এবং করোনার প্রভাব মোকাবিলায় বাজেট সাপোর্ট হিসেবে ৫০ কোটি ডলার সহযোগিতার জন্য আহ্বান জানান অর্থমন্ত্রী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *