fbpx
হোম ক্রীড়া বিপিএলে পারিশ্রমিক নিয়ে কথা বললেন মুশফিক
বিপিএলে পারিশ্রমিক নিয়ে কথা বললেন মুশফিক

বিপিএলে পারিশ্রমিক নিয়ে কথা বললেন মুশফিক

0

এবারের টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ প্লাস। এই ক্যাটাগরিতে থাকা ৪ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল পাবেন ৫০ লাখ টাকা করে। বিদেশিদের শীর্ষ ক্যাটাগরির পারিশ্রমিক সেখানে ১ লাখ ডলার, টাকায় যা ৮৪ লাখের মতো। আন্দ্রে রাসেল, শোয়েব মালিকের মতো তারকারা পাচ্ছেন আরও অনেক বেশি।

দেশের ‘এ’ ক্যাটাগরির ৯ ক্রিকেটারের পারিশ্রমিক ২৫ লাখ। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৮ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরিতে ১২ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৮ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

মুশফিক জানান, “আমরা সবসময় প্রত্যাশা মতো পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াহুড়ো করে আয়োজন হয়েছে। টুর্নামেন্টটা যে এবার হচ্ছে, সেটাই অনেক। (পারিশ্রমিক নিয়ে) আমরা নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি।  পরবর্তী আসর থেকে বেতন-ভাতা আমরা ঠিকঠাক পাব বলে আশা করি।”

আরও বলেন, “আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের থেকে আমরা কম পাচ্ছি। এটা আমাদের জন্য ডিসক্রেডিট। বিশ্বের প্রায় সব লিগে কিন্তু স্থানীয় খেলোয়াররা বেশি পারিশ্রমিক পান। আমাদের নিজেদের খেলার মানও বাড়াতে হবে। আশা করব, আমরা যেন এবার ভাল খেলা দেখাতে পারি, যাতে আমাদের বেতন বৃদ্ধি পায়। এবারের বিপিএল তাই সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, আমার জন্যও চ্যালেঞ্জিং।”

বলেন, পরের আসরে পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস এরমধ্যেই তাদের দিয়েছে বোর্ড। স্থানীয় ক্রিকেটারদের অর্থনৈতিক দিকটায় নজর দিলে, তা দেশের ক্রিকেটের জন্যই সুফল বয়ে আনবে বলে মনে করেন মুশফিক। পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস পেয়েছি আমরা, পরের বিপিএল থেকেই হবে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পার্থক্যটা যাতে কম হয়, সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *