fbpx
হোম রাজনীতি বিএনপির ওপর হামলা -গণঅধিকার পরিষদের নিন্দা
বিএনপির ওপর হামলা -গণঅধিকার পরিষদের নিন্দা

বিএনপির ওপর হামলা -গণঅধিকার পরিষদের নিন্দা

0

কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও রাজধানীর বনানীতে বিএনপির স্থায়ি কমিটির সদস্য সেলিমা রহমান,  ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রার্থী বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর।

গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক ও  যুগ্ম-আহ্বায়ক আবু হানিফ স্বাক্ষরিত  এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,”বিনা ভোটের এই কর্তৃত্ববাদী সরকার আগামীতে ১৪ এবং ১৮ সালের মতো আরেকটি বিনা ভোটের ভোট ডাকাতির নির্বাচন করতে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি ও নেতা-কর্মীদের বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীদের এসব সন্ত্রাসী কর্মকান্ড দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।”

হামলা-মামলা করে পৃথিবীর কোন স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি উল্লেখ করে বর্তমান সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান।

নেতৃদ্বয়, অনতিবিলম্নে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার (বুলু) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়ালসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *