fbpx
হোম রাজনীতি বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন: ফখরুলকে কাদের
বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন: ফখরুলকে কাদের

বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন: ফখরুলকে কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না।  সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন।  শুধু বিএনপি-বিএনপি-বিএনপি।  আপনারা বলেন—বিএনপি নাকি নাই, বিএনপি যদি না-ই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন?

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন, কোনো সুস্থ- সভ্য মানুষ এ ভাষায় কথা বলতে পারেন না।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, এরা গণতন্ত্রের কথা মুখে বলে, তারা তা বিশ্বাস করে না।  ১৯৭১ সালে স্বাধীনতার পরে তারা একই কাজ করেছে।  গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল গঠন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।

দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, কীভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে, গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বিশ্ববাসী তা দেখেছে।  একনায়কতন্ত্র ঠিক রাখতে তারা খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

খালেদা জিয়ার সাজা নিয়ে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দেওয়া হয়েছে।  নিম্ন আদালতে তার সাজা হয়েছিল ৫ বছর, হাইকোর্টে দেওয়া হয়েছে ১০ বছর।

সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়ন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *