fbpx
হোম বিনোদন বাকের ভাইয়ের সঙ্গী মজনু’র জন্মদিন আজ
বাকের ভাইয়ের সঙ্গী মজনু’র জন্মদিন আজ

বাকের ভাইয়ের সঙ্গী মজনু’র জন্মদিন আজ

0

নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিল। নাটকের প্রধান চরিত্র বাকের ভাইয়ের দুই সহযোগির অন্যতম ছিল মজনু। আদালতে বাকের ভাইয়ের বিপক্ষে সাক্ষী দিয়ে বদি যেমন সকলের চক্ষুশূলে পরিণত হয়েছিল, তেমনি বাকের ভাইয়ের সাথে থেকে যাওয়া মজনু পেয়েছিল ভালোবাসা।সেই মজনু চরিত্রে অভিনয় করে সবার প্রিয় হয়ে উঠেছিলেন লুৎফুর রহমান জর্জ। ইন্ডাস্ট্রিতে তিনি একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে সমাদৃত। আজ ১ জুলাই তার জন্মদিন।এদিনে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি৷

লুৎফর রহমান জর্জ ১৯৮৫ সালে থিয়েটারে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি `নাগরিক নাট্য সম্প্রদায়’র সাথে কাজ করেছিলেন।’কোথাও কেউ নেই’ নাটক দিয়ে আলোচনায় এসে হুমায়ূন আহমেদের প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ দিয়ে লুৎফর রহমান জর্জের চলচ্চিত্রে অভিষেক ঘটে। ১৯৯৬ সালে অভিনয় করেছেন ‘পোকামকড়ের ঘরবসতি’ চলচ্চিত্র।এরপর তিনি প্রায় ১৪ বছর অভিনয় থেকে দূরে থেকে ব্যবসায় মনোযোগ দেন। তারপর তার হার্ট অ্যাটাক হলে সুস্থ হওয়ার পর আবার তিনি অভিনয়ে ফিরে আসেন।মোস্তফা সরয়ার ফারুকীর টিভি নাটক ৪২০ -এ তার ভূমিকাও প্রশংসিত হয়েছিল। এরপর তো সবাইকে চমকে দেন `আয়নবাজি’র মতো ছবিতে অভিনয় করে। তিনি বেশকিছু চলচ্চিত্র, টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *