fbpx
হোম জাতীয় বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : ওবায়দুল কাদের
বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : ওবায়দুল কাদের

বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : ওবায়দুল কাদের

0

পদ্মা সেতুর ৪১তম ও সর্বশেষ স্প্যান বসানোর পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।

বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান। বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান আজ ১২টা ২ মিনিটে বসানো হয়েছে।’

সবশেষ এ স্প্যান যুক্তের মধ্যদিয়ে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা। তবে, সড়ক ও রেল এ দুই সেতু দিয়ে চলাচল শুরু হতে আরও কিছু সময় লাগবে।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী বছর (২০২১) ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানচলাচল শুরু হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *