fbpx
হোম ক্রীড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট

0

সোমবার দুপুর ১২টা থেকে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২’র প্লেয়ার্স ড্রাফট। শুরুতেই টিম সিরিয়াল নির্ধারিত হয়। এর পরেই খেলোয়াড় দলে ভেড়ানো শুরু করে দলগুলো।

দল পেয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন, প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি এবং ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এ তিন সুপারস্টারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এছাড়াও কুমিল্লায় থাকছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস ও ওশান থমাস।

বরিশাল আগেই দলে ভেড়ান সাকিব আল হাসানকে। সাকিবের পাশাপাশি বরিশাল এর আগে ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলকে দলে নেয়ার কথা জানায়। এছাড়া এই দলে আরো আছেন আফগান রহস্য স্পিনার মুজিব উর রহমান ও লঙ্কান বিস্ময় ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এখন পর্যন্ত ড্রাফট শেষে কে কোন দলে-

খুলনা:

মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলি, থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপক্ষে, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা

বরিশাল:

সাকিব আল হাসান, নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাতিলকা, ওবেদ ম্যাকয়, আলজারি জোসেফ

চট্টগ্রাম:

নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম, বেনি হাওয়েল, কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট

কুমিল্লা:

মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলী, কুশল মেন্ডিস, ওশান থমাস

ঢাকা:

মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকি

সিলেট:

তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডার, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা

এবার ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো।

বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস হিসেবে খ্যাত ক্রিস গেইল। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই তাকে দলে নিয়েছে বরিশাল।

আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে এবারের আসর, ফাইনাল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *