fbpx
হোম প্রবাস বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় জায়গা: সালমান এফ রহমান
বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় জায়গা: সালমান এফ রহমান

বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় জায়গা: সালমান এফ রহমান

0

তথ্য-প্রযুক্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা তৈরি আর দ্রুত ব্যবসাবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে ওঠেছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশ, এমনকি জাপানও বাংলাদেশে বিনিয়োগ করছে নিঃসংকোচে।

রোববার দুবাইয়ে বাংলাদেশ ইকোনোমিক ফোরাম আয়োজিত ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে উঠে আসে এসব কথা। এসময় দুবাইয়ের কিছু বনেদি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশে বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান।

ব্যবসায়ীরা বাংলাদেশে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। দুবাইয়ের বিনিয়োগকারীদের সামনে দেশে বিনিয়োগের ক্ষেত্রে ১০টি সুবিধা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, ব্যবসা বাণিজ্যের প্রসারে এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা তাদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া শুরু করেছেন, যার সুফল ব্যবসায়ীরা খুব সহজেই নিতে পারবেন।

বাংলাদেশে বিনিয়োগ খুবই আকর্ষণীয় জানিয়ে তিনি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। দিনব্যাপী এ সম্মেলনে সালমান এফ রহমানের নেতৃত্বে দেশ থেকে ২০ সদস্যের একটি দল যোগ দেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (বিইজেডএ) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও শিল্পপতি যোগ দেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *