fbpx
হোম অন্যান্য বাংলাদেশে প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি
বাংলাদেশে প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি

বাংলাদেশে প্রথম কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি

0

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন কার্ডিওলজী এফসিপিএস ট্রেইনি ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ। তাদের তৈরিকৃত ভেন্টিলেটর দিয়ে )টাইডাল বলিউম, আইই রেশিও পিক ফ্লো, আপনিয়া, প্রেসার, রেসপিরেটরী রেট, ব্রেথ সেন্সর (tidal volume , IE ratio , peak flow , apnea , pressure , respiratory rate, breath sensor) রোগীর সবই নিখুঁতভাবে করা যায় ।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের প্রথম এই ভেন্টিলেটরের নাম দেয়া হয়েছে স্পন্দন ।

এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষ ভাবে সহোযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী  ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন ডা. আসিফ উর রহমান (আইসিইউ রেজিস্টার, অ্যাপোলা হাসপাতাল), এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির, সোহেল রানা।

করোনা মোকাবেলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদ এর আবিষ্কার মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অসাধারণ ভূমিকা রাখবে বলে আশাবাদী চিকিৎসকরা।

Like
Like Love Haha Wow Sad Angry
12

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *