fbpx
হোম আন্তর্জাতিক ফোনালাপ করবেন বাইডেন-পুতিন
ফোনালাপ করবেন বাইডেন-পুতিন

ফোনালাপ করবেন বাইডেন-পুতিন

0

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বন্দ্ব ক্রমশ গুরুতর রূপ নিতে থাকার মধ্যেই ফোনালাপে যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় দুজনের মধ্যে ফোনালাপ হবে। গত ডিসেম্বরের পর এটিই হবে তাদের মধ্যে প্রথম ফোনালাপ।

এদিকে যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

যে কোনো সময় সতর্কতা ছাড়াই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহায়তাসহ কনস্যুলার পরিষেবা প্রদান করা মার্কিন দূতাবাসের জন্য কঠিন হতে পারে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

এ ছাড়া সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়াকে ফের আলোচনার টেবিলে বসতে চিঠি দিয়েছেন। কূটনৈতিকভাবে সমাধান বের করার জন্য নতুন করে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায়।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *