fbpx
হোম করোনা ফেব্রুয়ারি বা তার আগেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ
ফেব্রুয়ারি বা তার আগেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ

ফেব্রুয়ারি বা তার আগেই করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ

0

স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারি বা তারও আগে বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে- গবেষণায় দেখা গেছে কেউ যদি সুরক্ষিত একটি মাস্ক পরেন, তিনি শতকরা ৯৫ শতাংশের চেয়ে বেশি নিরাপদ থাকবেন। কাজেই শিশু থেকে শুরু করে প্রত্যেককে মাস্ক পরতে হবে। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। সচিব জানান, কোভিড-১৯ মোকাবিলায় সারাদেশে প্রচার প্রচারণার মাধ্যমে ‘নো মাস্ক নো সার্ভিস’ বলা হচ্ছে। হাসপাতালগুলোতে সেকেন্ড ওয়েভ মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, অক্সফোর্ড থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। টিকা কেনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *