fbpx
হোম অন্যান্য ফেনীতে র‍্যাব-পুলিশের হাতাহাতি
ফেনীতে র‍্যাব-পুলিশের হাতাহাতি

ফেনীতে র‍্যাব-পুলিশের হাতাহাতি

0

ফেনীর পরশুরাম উপজেলায় গাড়িতল্লাশি নিয়ে র‍্যাব-পুলিশের হাতাহাতিতে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুই বাহিনীর সদস্যরাই সাদাপোশাকে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইব্রাহিম, কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। এর মধ্যে মো. রেজাউল করিম ও মোহাম্মদ নুরুন্নবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

যোগাযোগ রকমারি.কম

হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই পুলিশ সদস্যের বিষয়ে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক বলেন, তাদের দেহের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং এখন তাদের অবস্থা আশঙ্কাজনক।

হাতাহাতির বিষয়ে মঙ্গলবার ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, গাড়িতল্লাশিকে কেন্দ্র করে ভুল–বোঝাবুঝি থেকে কথা-কাটাকাটি হয়। আলোচনার মাধ্যমে এর অবসান হবে। তবে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের হাতাহাতির বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষই সাদাপোশাকে থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে। পরে উভয় পক্ষ নিজেদের পরিচয় জানতে পেরে সেখান থেকে চলে যায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *