fbpx
হোম ক্রীড়া ফিরলেন মুমিনুল,বাংলাদেশের ৪০০ রান পার
ফিরলেন মুমিনুল,বাংলাদেশের ৪০০ রান পার

ফিরলেন মুমিনুল,বাংলাদেশের ৪০০ রান পার

0

দারুণ ব্যাটিংয়ে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে রানের পাহাড়ে চাপা দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার ব্যাট করতে নেমে ৪০০ রান পার করেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩০ রান। মুশফিকুর রহিম ১৮ রানে এবং লিটন দাস ৬ রানে ব্যাট করছেন। দনাঞ্জয়া ডি সিলভার বলে লাহিরু থিরিমান্নেকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২৭ রানে আউট হয়েছেন মুমিনুল হক। তুলে নিয়েছেন দেশের বাইরে নিজের প্রথম সেঞ্চুরি। গড়া হয়ে গেছে অজস্র রেকর্ডও।

স্বপ্নময় ব্যাটিং করে ১৬৩ রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।  বৃহস্পতিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দু’দল।

এর আগে বুধবার টেস্টের প্রথম দিনে ৩০২ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ। তামিম ইকবাল করেছিলেন ৯০ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *