fbpx
হোম আন্তর্জাতিক ফারাক্কা বাঁধের সেতু ভেঙে ৩ জনের মৃত্যু
ফারাক্কা বাঁধের সেতু ভেঙে ৩ জনের মৃত্যু

ফারাক্কা বাঁধের সেতু ভেঙে ৩ জনের মৃত্যু

0

ফারাক্কা বাঁধের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন বলে জানা গেছে।

তবে এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে,  রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এক জুনিয়র ইঞ্জিনিয়ার। তার নাম শ্রীনিবাস এবং আরেক কর্মী শচীন প্রতাপসহ মোট ৩ জন। ঘটনায় আহত আরও ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সে সময় বিপত্তি ঘটে।।

দেড় বছর আগে ফারাক্কা ব্যারেজের ওপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু হয়। তার মধ্যেই এই ঘটনা ঘটল।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে  ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ।

এদিকে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়কমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

সূত্র : এনডিটিভি |

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *