fbpx
হোম রাজনীতি পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবেঃমাহফুজুর রহমান মিতা
পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবেঃমাহফুজুর রহমান মিতা

পড়ালেখার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবেঃমাহফুজুর রহমান মিতা

0
 চট্টগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা বলেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন ইউনিট। এর ধারা বাহিকতা রক্ষা করতে হবে। শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগ কে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে নিজেকে জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও বিশ্বস্থ ভ্যানগার্ডে রুপান্তর করতে হবে।
জননেত্রী শেখ হাসিনা মেধা নির্ভর প্রজম্ম সৃষ্টির যে পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে শিক্ষা,শান্তি, প্রগতি ‘র পতাকা বাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মিদের অগ্রণী ভূমিকা প্রয়োজন। তাই ছাত্র রাজনীতির পাশাপাশি পড়ালেখা নয় বরং পড়ালেখার পাশাপাশি ছাত্ররাজনীতি করতে হবে। 
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরঅনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এইসব কথা বলেন। মাহফুজুর রহমান সুমন এর সভাপতিত্বে ও সামি-উদ দৌলা সীমান্ত এবং মোহাম্মদ নুরনবী শাকিল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাষ্টার শাহজাহান বিএ ও তানভীর হোসাইন চৌধুরী তপু প্রধান বক্তা মুহাম্মদ রেজাউল করিম। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
Like
Like Love Haha Wow Sad Angry
32

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *