fbpx
হোম জাতীয় প্রধানমন্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে: জাফরুল্লাহ
প্রধানমন্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে: জাফরুল্লাহ

প্রধানমন্ত্রীকে বন্দি করে রাখা হয়েছে: জাফরুল্লাহ

0

গণস্বাস্থ্য ট্রাস্ট্রি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী যখন বলেছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন, রাস্তায় নামেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আন্দোলনে আমি আপনাদের চা খাওয়াব। উনার (প্রধানমন্ত্রী) এই ধরণের বক্তব্যে ছিল একটা অনুসারীকে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান। কিন্তু তার আইন শৃঙ্খলা বাহিনী এখানে কার হুকুমে গুলি চালিয়েছে? যা সাম্প্রতিককালে আরো দুর্ভাগ্যজনক ঘটনা।’

বৃহস্পতিবার (৪ আগস্ট) নয়াপল্টনে ছাত্রদল নেতার জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধরী। দুপুর ১২ টা ৫৫ মিনিটে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপিকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগুন ঝড়া স্লোগান দিয়েন না, আগুনে জ্বালিয়ে দেন। কিন্তু রাস্তায় থাকেন, রাস্তায় থাকতে হবে। দেশবাসী আপনাদের পক্ষে আছে। আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য পর্যাপ্ত আন্দোলন করতে পারেন। আমি মনে করি, খালেদা জিয়ার মুক্তি হবে বাংলাদেশে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। আপনাদের উচিত হবে আপনারা হাইকোর্ট ৭ দিন ঘেরাও করে রাখেন, যতক্ষণ তার (খালেদা জিয়া) বেল বা জামিন না হয় ততক্ষণ আমরা ঘেরাও ছাড়ব না। এই আন্দোলনে আমিও থাকব।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার কথায় দেশ চলছে না, উনাকে বন্দি করে রাখা হয়েছে। আজকে বিচারপতিরাও মেরুদণ্ডহীন হয়ে গেছেন, তাদের উচিত ছিল একটা সুয়োমটো করা, ম্যাজিস্ট্রেটের লিখিত অর্ডার ছাড়া গুলি চালানো যাবে না। পুলিশ আজকে ম্যাজিস্ট্রেটের অধীনে না। এই জাতীয় ঘটনা দেশকে অস্থিতিরতার দিকে নিয়ে যাবে। দেশকে অত্যন্ত ক্ষতির দিকে নিয়ে যাবে। আজকে প্রধানমন্ত্রীর দ্রুত আলোচনায় বসার সময় এসেছে। আর আগে উচিত হবে পুলিশের গুলিতে যে দুইজন মারা গেছে তাদের পরিবার পরিদর্শন করা। ভিজওয়ালি নয়, ব্যক্তিগতভাবে তাদের পরিবারকে সান্তনা দেওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। বিচারবিভাগীয় তদন্ত করা। তা না হলে দেশের অবস্থা খারাপের দিকে যাবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *